Games

মাশরাফিদের জয় চেয়ে সয়লাব ফেসবুক

এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে সাত টায় মিরপুরে এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।  ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বপ্নের এ ফাইনাল ম্যাচ নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। এর প্রতিফল দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফেসবুকে গতকাল শনিবার থেকে মাশরাফিবাহীনির শুভ কামনায় ভরে উঠেছে প্রোফাইল পিকচারে। বাংলাদেশ দলের প্রতি সমর্থন জানিয়েছেন সবাই। তাদের আশা ভারতকে হারিয়ে এশিয়ায় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসন পাবে বাংলাদেশ।
২০১২ সালে মিরপুরে হোম অব ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সাকিব-মুশফিকদের। ওই হার দলের ক্রিকেটারদের পাশাপাশি কাঁদিয়েছিলো দেশের ক্রিকেট অনুরাগী লাখো মানুষকে।
স্বপ্নভঙ্গের ওই দৃশ্য দ্বিতীয়বারে দেখতে চান না ক্রিকেটপ্রেমীরা। তাদের এই চাওয়ায় অনুপ্রেরণা যুগিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফিসহ সিনিয়র খেলোয়াড়েরা। তারা বলেছেন, ভারত শক্তিশালি প্রতিপক্ষ, এতে সন্দেহ নেই। তবে বাংলাদেশের বোলাররা কিংবা ব্যাটসম্যান প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবে না।
শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেইজ ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগারস’ থেকে ক্রিকেট দলের সমর্থনে প্রোফাইল পিকচারে ‘গেইম ফেইস’ ব্যানার‌ ব্যবহারের আহ্বান জানায় বিসিবি।
ঘণ্টাখানেকের ব্যবধানে নিজ দেশের ক্রিকেট দলের সমর্থনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজারো বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী বিসিবি’র মনোগ্রাম সম্বলিত এই গেইম ফেইস ব্যানার দিয়ে প্রোফাইল পিকচার রাঙানো শুরু করেন।






vote for mustafiz ( the fiz )

মুস্তাফিজ ৯৮, বুমরাহ ১



আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন বছর খানেক আগে। এবার আইপিএলেও নিজের জাত চেনাচ্ছেন মুস্তাফিজুর রহমান।

বলতে গেলে আইপিএলে এবার অনেকখানি আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশের তরুণ এই পেসার। শুধু বাংলাদেশ নয়, ভারতেও তৈরি হয়েছে তার ভক্তকুল। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১১ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট।

সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এ ছাড়া আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায়ও রয়েছেন তিনি।

সম্প্রতি আইপিএলের ওয়েবসাইটে মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ভোটের আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন মুস্তাফিজও। তাকে ভোট দিতে এই লিঙ্কে ক্লিক করুন ( http://www.iplt20.com/polls )।

সেখানে গিয়ে দুটি অপশন পাবেন। একটি Emerging Player of the Season। অন্যটি Best Catch of the Season। ওপরের Emerging Player of the Season ক্লিক করে নিচের দিকে অন্যান্যদের সঙ্গে মুস্তাফিজের ছবি দেওয়া আছে। তার নিচে ভোট লেখায় ক্লিক করলেই আপনার ভোটটি মুস্তাফিজ পেয়ে যাবেন। এরপর দেখতে পাবেন ভোটের ফল।



add