ফেসবুক থেকে সবচেয়ে সহজ পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করুন !

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে, কিভাবে ফেসবুক থেকে সবচেয়ে সহজ পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

ধাপ -১: 

 প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন।



ধাপ -২:

তারপর যে কোন ভিডিও লিঙ্কে যান।
(উদহরনসরুপ: আমি এই লিঙ্কে গেলাম  https://www.facebook.com/photo.php?v=10151884371580849)
এবং ঐ ভিডিও লিঙ্কটি copy করুন।


ধাপ -৩:

এবার আপনার ব্রাউজারের url path এ http://www.fbdown.net দিয়ে এন্টার চাপুন আথবা এখানে ক্লিক করুন।
 
 

 তারপর দেথবেন নিছের মত একটা পেজ আসবে।

লাল দাগ চিহ্নিত স্থানে ফেসবুকের যে কোন ভিডিও লিঙ্ক দিয়ে এন্টার চাপুন।
একটু অপেক্ষা করুন। কিছুক্ষন পরে দেখবেন যে আপনার কাঙ্খিত ভিডিওটি দেখা যাচ্ছে।

ধাপ -৪:

এবার Download Video in Low Quality বা Download Video in High Quality তে ক্লিক করুন।
 

আপনার কম্পিউটারে যাদি IDM(Internet download manager) ইনস্টল দেয়া থাকে তাহলে অটোমেটিক ডাউনলোড শুরু হবে।
অথবা
Download Video in Low Quality বা Download Video in High Quality এগুলোর যেকোন একটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে save link as এ ক্লিক করুন।


 এবার একটি উইনডো আসবে সেখানে save এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ।

 পোষ্টি পরার জন্য ধন্যবাদ ।

আহমাদ শফিক




You Might Also Like

0 মন্তব্য(গুলি)

add